নারায়ণগঞ্জের ৫ টি আসনের মধ্যে ৪ টি আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা
প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৩, ১৮:৩৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনের মধ্যে ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রোববার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জের ৪ টি আসন সহ দেশের ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নারায়ণগঞ্জের ৪ টি আসনের যাদের নাম ঘোষণা করেছেন তারা হলেন- নারায়ণগঞ্জ-১ আসন থেকে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-২ আসন থেকে নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৪ আসন থেকে একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসন থেকে আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। সদর ও বন্দর থানা মিলিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসনে পরে প্রার্থী ঘোষণা করা হবে ওবায়দুল কাদের জানান।
এবার নারায়ণগঞ্জের পাঁচটি আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মোট ৩৪ জন দলীয় ফরম সংগ্রহ করেছেন৷ এর মধ্যে সবচেয়ে বেশি ১৬ জন প্রার্থী হয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ)। আর সবচেয়ে কম প্রার্থী ২ জন ছিল নারায়ণগঞ্জ-৪ আসনে।
এদিকে আলোচিত নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ। পরে কাউসার আহমেদ পলাশ দলীয় কার্যালয়ে মনোনয়ন জমা দেয়নি।
যাযাদি/এসএস