ফেনীর রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, এডভোকেট জয়নাল আবেদিনআর নেই
প্রকাশ | ২৯ নভেম্বর ২০২৩, ১৮:০৮

ফেনী জেলার দাগনভুইয়ার কৃর্তি সন্তান, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব, সামাজিক সংগঠক, এডভোকেট জয়নাল আবেদিন ( ৭৫)মারা গেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজেউন ) । তিনি কালান্তরের প্রতিষ্ঠাতা সভাপতি ,রাজনীতিবিদ ,লিখক ,সংসদ সদস্য পদে ও একাধিকবার প্রার্থী ছিলেন । অত্যন্ত সুপরিচিত আইনজীবি হিসেবে তিনি দাগনভূইয়ার একজন প্রিয় মানুষ ছিলেন । তার আরেকটি পরিচয় ছিল তিনি প্রয়াত সাংবাদিক ড. ফেরদৌস আহমদ কোরেশীর ছোট বোনের স্বামী । জয়নাল আবেদীন বাসদের ফেনী জেলার সমন্বয়ক ছিলেন। তিনি গত বছর থেকে শারীরিকভাবে অসুস্থ। তাকে ঢাকাতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার দুপুরের দিকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন তিনি।
প্রয়াত সাংবাদিক জহুর হোসেন স্মৃতি গ্রন্থাগারের সভাপতির দায়িত্ব পালন করেন আমৃত্যু।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মরহুম জয়নাল আবেদীনের জানাযা তার পৈতৃক নিবাস বেতুয়াগ্রামে অনুস্টিত হবে।
দাগনভুইয়া ও ফেনীর কর্মরত সাংবাদিক ছাড়াও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার এবং বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানান।
যাযাদি/এসএস