এবার পদত্যাগ করলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব
প্রকাশ | ২৯ নভেম্বর ২০২৩, ১৮:২২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ছাত্রনেতা ও ফটিকছড়ি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
বুধবার (২৯ নভেম্বর) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সচিব বরাবরে তিনি পদত্যাগ পত্র জমা দেন৷
গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব জয়লাভ করেছিলেন৷ এদিকে, আবু তৈয়ব উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন এ খবর ফটিকছড়িজুড়ে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
যাযাদি/ এসএম