ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম
প্রকাশ | ২৯ নভেম্বর ২০২৩, ১৮:৩৭

ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বুধবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া ভূইয়া মনোনয়নপত্র গ্রহণ করেন।
এসময় ফুলগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসরাত জাহান লিপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, জেলা পরিষদ সদস্য হাজী জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।পরে উপজেলা পরিষদ সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই কর্মকর্তা বলেন, তিনি নির্বাচিত হলে যুবসমাজের কর্মসংস্থান ও এলাকার উন্নয়নের কাজ করবো। এর আগে একইদিন সকালে পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার নিকট মনোনয়নপত্র জমা দেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা তানজিদা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম'র সহধর্মিণী ডা. জাহানারা আরজু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ফেনীর -১ আসনটিতে বিপুল সংখ্যক ভোটে পাঁচবার নির্বাচিত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাঁর পৈত্রিক বাড়ি ফুলগাজীতে।
যাযাদি/ এসএম