নাইক্ষ্যংছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা 

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২৩, ১৯:২৯

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান  বিজয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত পরিষদ মিলনায়তনে বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা। 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়, কৃষি কর্মকর্তা মো: এনামুল হক, এমপির প্রতিনিধি খাইরুল বশর,মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, ৪ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরকারী কর্মকর্তা বৃন্দ,২০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। 
 
সভায় জাতীয় এ দু' দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। যা স্ব -স্ব দিনে যথাযথভাবে পালনের সিদ্ধান্ত নেয়া
হয়। বিশেষ করে জাতীয় পতাকা যথাযথ টাংগানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

যাযাদি/ এসএম