রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রীড ধান বীজ বিতরণ

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২৩, ১৯:৩৮

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজানের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বোরো হাইব্রীড ধান বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ইউনিয়ন পর্যায়ে এসব বীজ পাঠানো হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির বলেছেন সরকার কৃষি খাতকে সমৃদ্ধ করতে নানা কর্মসূচি হাতে নিয়ে কাজ করে আসছে। কৃষি প্রনদনা পেয়ে হাজার হাজার কৃষক ক্ষেত খামারে উৎসাহিত হয়েছে। বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আনিসুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা)সঞ্জীব কুমার সুশীল। 

উল্লেখ্য যে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২ হাজার আটশত জন  কৃষককে দুই কেজি করে মোট ৫৬০০ কেজি  হাইব্রীড ধান বীজ বিতরণ করা হয়েছে।

যাযাদি/ এসএম