সিলেট-২ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে মতবিনিময়
প্রকাশ | ২৯ নভেম্বর ২০২৩, ২১:১৪

সিলেট-২ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে বিশ্বনাথে নৌকার প্রতীকের সমর্থনে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শফিকুর রহমান চৌধুরীর পক্ষে উপজেলার দশঘর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মতবিনিময় ও দোয়া মাহফিল আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার মনোনয়ন প্রাপ্ত শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেছেন, নৌকার বিজয়ে বিনির্মিত হবে স্মার্ট বাংলাদেশ। পাশাপাশি ১০ বছর উন্নয়ন বঞ্চিত সিলেট-২আসনকে স্মার্ট করতে চাই। আওয়ামী লীগের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নৌকায় ভোট দিতে হবে। বর্তমানে বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই উন্নয়নশীল দেশ থেকে স্মার্ট বাংলাদেশ গঠন করা সম্ভব। দেশের বিভিন্ন উন্নয়নের ধারাবাহিকতা রাখতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা’কে পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান করেন শফিক চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ‘মতবিনিময় ও দোয়া মাহফিলে’ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সেলিম আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী, মকদ্দছ আলী, আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য, ব্যাংকার মকদ্দুছ আলী, আশিক আলী, কাউন্সিলর ফজর আলী, মানিক মিয়া, মিজানুর রহমান মিজান, নাজমুল আলম চৌধুরী অপু, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, যুগ্ম সম্পাদক মিজাজুল হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, আওয়ামী লীগ নেতা আব্দুল রোশন চেরাগ আলীসহ আরো অনেকে।
যাযাদি/ এসএম