কাশিমপুর কারা বন্দির হাসপাতালে মৃত্যু

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯

গাজীপুর প্রতিনিধি

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীণ আবস্থায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি মারা গেছে। শুক্রবার  সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত জহিরুল হক ভূঁইয়া (৭০), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লহ্মীবরদী এলাকার মৃত ফাজিল উদ্দিনের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন জহিরুল হক ভূঁইয়া। এসময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। একপর্যায়ে শুক্রবার সকাল ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল হক ভূইয়া মারা যান।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রাতে বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে আনা হয়েছিল জহিরুল হক ভুইয়াকে। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

এ কারাগারে তার কয়েদি নং-৪২৭৭/ এ ছিল। তার বিরুদ্ধে দায়রা মামলা নং-৪৫৯/০৩,  আড়াইহাজার থানার মামলা নং-০৬(৩)০২, ধারা-৩০২/৩৪ ছিল। ওই মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিল।


যাযাদি/ এস