হরিপুরে ৬ আসামি গ্রেফতার
প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৪৩

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন মামলার ৬জন আসামীকে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আবুল হোসেন, (জিআর নং: ৪০৯/২৩) ও জাহাঙ্গীর আলম (জিআর নং: ৪১০/২৩), একই গ্রামের মৃত কোরবান আলীর ছেলে খোরশেদ আলম (খাজা) কে (জিআর নং: ৪১১/২৩) মামলায় গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে আমগাও ইউনিয়নের নন্দগাও (বোনাগাজি) গ্রামের মৃত আফির উদ্দিনের ছেলে হবিবর রহমান হবি (৩৭) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায়, গেদুরা ইউনিয়নের মাড়াধার গ্রামের মফিজুল ইসলামের ছেলে আনিসুর রহমানকে নারী ও শিশু নির্যাতন আইন মামলায় এবং বকুয়া ইউনিয়নের শিংহাড়ী গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে নুরুদ্দিন (৩৮) কে (সিআর নং- ৩৬/২৩) মামলায় গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদেরকে সোমবার পুলিশ স্কার্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
যাযাদি/ এস