সরিষা ক্ষেতে শিশুদের দুরন্তপনা...

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:১২

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)

সুজলা-সুফলা, শস্য-শ্যামলা; আমাদের এই রূপসী বাংলা। সাগর-নদী, ঝর্ণা-পাহাড়, বন-বনানী, পাখ-পাখালি এবং ফুলে-ফুলে শোভিত চিরন্তণ বাংলার শাশ্বত রূপের নানান ছবি-প্রতিচ্ছবি মানুষকে মুগ্ধ করে। জানা-অজানা, চেনা-অচেনা এবং বিচিত্র-বৈচিত্রতা মানুষের মনকে নাড়া দেয়। নানান রঙ-রূপ, গতি-প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ মানুষকে আকৃষ্ট করে।

ঋতু পরিক্রমায় প্রকৃতিতে এখন হেমন্তকাল। হেমন্ত মানে নদী-নালা ও খাল-বিলের পানি কমে যাওয়া। এ সময় মাঠ-ঘাটের পানি শুকিয়ে যায়। এ সময়টাতে কৃষকরা তাদের ক্ষেত কর্ষণ (চাষ দিয়ে) করে বিভিন্ন বীজ বপণ করে থাকেন। এরমধ্যে তৈলবীজ জাতীয় ফসলের আবাদও হয় আশানুরুপ। তৈলবীজ ফসলের মধ্যে সরিষা (রবি শস্য) অন্যতম। সরিষার সবুজ পাতার শাখায় শাখায় শোভিত হলুদ রঙের মেলা-সমাহার। হেমন্তের মৃদুমন্দ হিমেল হাওয়ায় যেন ক্ষেতজুড়ে হলুদরে ঢেউ উঠছে।

দিগন্ত বিস্তৃত মাঠে সরিষা ফুলের সামাহার নজরে পড়লে যে কেউ’ই মুগ্ধ হন। শিশুরা সরিষা ফুলের মধ্যে মেতে ওঠে দুরন্তপনায়। ছবিটি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের একটি মাঠ থেকে তোলা।

যাযাদি/ এস