বশেমুরকৃবি কর্মকর্তা—কর্মচারীদের অংশগ্রহণে ক্রিকেট টুনার্মেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৩, ১৭:১৩

গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) কর্মকর্তা—কর্মচারীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ (বিবিপিএল) ক্রিকেট টুনার্মেন্ট—২০২৩ এর ফাইনাল খেলা  শনিবার বিশ্ববিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। “বেঙ্গল টাইগার্স ও “টেক টাইটান্স”  ক্রিকেট টীমের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

মোট ৫ টি টীমের অংশগ্রহণে এ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় টসে জিতে ব্যাট করে “বেঙ্গল টাইগার্স” টীম নিধার্ারিত ১২ ওভারে ১৪৪ রান করে। জবাবে “টেক টাইটান্স” টীম ১০.৫ ওভারে ১৪৫ রান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

“টেক টাইটান্স” টীমের মোঃ জাহাঙ্গীর আলম (ডেপুটি রেজিস্ট্রার) ৩৪ বলে অপরাজিত ৫৪ রান করে “ম্যান অব দ্যা ম্যাচ” এবং ৫ ম্যাচে সর্বমোট ২৪১ রান ও ৮ উইকেট নিয়ে শোভন মাতব্বর (ল্যাব এটেনডেন্ট) টুর্নামেন্ট সেরা ক্রিকেটার নির্বাচিত হন। খেলা শেষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু কর্মকতা ও কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

যাযাদি/ এম