নেত্রকোনায় মহিলা পরিষদের মতবিনিময় সভা

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:০৮

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা জেলা মহিলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার জেলা শহরের নাগড়া জ্ঞানদীপ বিদ্যালয়ে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন-সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন’ প্রতিপাদ্যকে লালন করে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দিকীর সভাপতিত্বে এবং আন্দোলন সম্পাদক সৈয়দা শামছুন্নাহার বিউটির সঞ্চালনায় নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুন-তরুনীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক তাহেজা বেগম। 

অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল ইসলাম, শিক্ষক নারায়ন চন্দ্র দাস, সহকারি শিক্ষক শিউলী চক্রবর্তী, শিক্ষাথী নূর-ই নুসাইয়া নাজত প্রমুখ।  
 
যাযাদি/ এম