গফরগাঁওয়ে ৭৭ হাজার ৭শ’৭৫ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:১০

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৭৭ হাজার ৭শ’৭৫ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ।বুধবার বেলা ১১টায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত জাতীয় ভিটামিন ' এ' প্লাস ক্যাম্পেইন অভহিতকরণ সভা অনুষ্ঠিত হয় । জাতীয় ভিটামিন ' এ' প্লাস ক্যাম্পেইন অভহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশিষ রাজ বংশী । এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাওহিদ ইবনে আলাউদ্দিন , গফরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল হক বিপ্লব, গফরগাঁও থানার এসআই নারায়ন , উপজেলা খাদ্য পরির্দশক আব্দুল কুদ্দুছ প্রমুখ ।
’ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ স্লোগানে সারা দেশের ন্যায় গফরগাঁওয়েওে আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার এ’প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশিষ রাজ বংশী বলেন, ভিটামিন এ শুধু অপুষ্টি জনিত অন্ধত্ব প্রতিরোধই করেনা বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা দূর করে শিশু মৃত্যুর হার কমায়।শিশু মৃত্যুরোধে জন্মের পর নবজাতককে কেবল মায়ের শালদুধ পান করানোর পরামর্শ দেন। এছাড়া শিশুর বয়স ৬মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি।তাছাড়া ভিটামিন এ প্লাস আমরা শাকসবজি ও প্রানিজ খাবারের মাধ্যম থেকে পেতে পারি। আগামী ১২ ডিসেম্বর সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি টিকা প্রদান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওনো হবে ।
কর্মশালায় জানানো হয়,জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ০৬ থেকে ১১মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপজেলায় ০৬ থেকে ১১মাস বয়সী ৮হাজার ৫শ' জন শিশুকে নীল রঙ্গের ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৯ হাজার ২শ’৭৫ শিশুকে লাল রঙ্গের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হবে।
যাযাদি/ এস