মেহেরপুরে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:২৮
মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ- এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাসসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা জানান, এদিন জেলায় মোট ৬৮ হাজার ৬৫৭ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ১৪৭ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৬০ হাজার ৫১০ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
যাযাদি/ এস