নেত্রকোনায় ইমামদের চেক বিতরণ
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৩, ১৫:০২

নেত্রকোনায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিভাগীয় ও জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠাকারী ইমামদের মাঝে নগদ চেক ও সনদ বিতরন করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শফিকুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলার ২৮ জন ইমামের হাতে ২০১৭ অর্থ বছর হতে ২০২৩ অর্থবছর পর্যন্ত ৩ লক্ষ ৫৯ হাজার ৮’শ টাকার চেক ও সনদ বিতরন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
এ সময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও ইমামগণ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এস