চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৫

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় পানিতে ডুবে আলিফ হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার সকালে উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আলিফ পুড়াপাড়া ক্লাবপাড়া এলাকার কৃষক সাগর হোসেনের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে আলিফকে ভাসতে দেখেন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমরান হুসাইন বলেন, শিশুটি হাসপাতালে নেওয়ার আগেই মারা গিয়েছিল। 

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যাযাদি/ এম