নোয়াখালীতে-১আসনের স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৫

খোরশেদ আলম সোনাইমুড়ি(নোয়াখালী) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে নানা ‘অনৈতিক’ কাজে জড়িয়ে পড়া জাহাঙ্গীর আলমের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রী বা তার কার্যালয়ের সঙ্গে জাহাঙ্গীরের কোনো সম্পর্ক নেই বলে বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের মৃত রহমত উল্যাহর ছেলে।

‘জাহাঙ্গীর আলম নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন।’

তার সঙ্গে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ‘এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিন।’

 

যাযাদি/এসএস