যায়যায়দিনে সংবাদ প্রকাশের পরে মিরসরাইয়ে বিদ্যালয়ের ভবনের কাজ শুরু
প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫৯
যায়যায়দিনে সংবাদ প্রকাশের মিরসরাইয়ের মজহারুল হক চৌধুরী স্কুল এণ্ড কলেজের চারতলা ভবনের কাজ শুরু হয়েছে।
গত মঙ্গলবার (১৪ নভেম্বর) দৈনিক যায়যায়দিনের অনলাইন ভার্সন 'ভবন সংকটে শিক্ষা কার্যক্রম ব্যহত' এই শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শনে আসেন। এর পর থেকে বিদ্যালয়ের ভবনের কাজ শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বিদ্যালয়ের কাজ অতি সহসা সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেন।
বিদ্যালয়টি মিরসরাই সদর ইউনিয়নে ১৯৯৪ খ্রিঃ সনে শিক্ষানুরাগী, শিল্পপতি তৎকালীন সদর ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী নওশা মিঞা এই প্রতিষ্ঠান চালু করেন। প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুরাতন ভবনে তৎকালীন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার, মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কিছমত জাফরাবাদ এম,এ চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্র কুমার নাথ মাধ্যমিক প্রতিষ্ঠান স্থাপনে সর্বাত্মক সহায়তা করেন। মিরসরাই আসনের সাবেক এমপি এম,এ জিন্নাহ প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন।
বিদ্যালয়ের সভাপতি মোঃ মোজাহের হোসেন চৌধুরী সোহেল বলেন, জনৈক ব্যক্তি জায়গা পাবে দাবি করায় মজহারুল হক চৌধুরী স্কুল এণ্ড কলেজে চারতলা ভবনের কাজের টেণ্ডার এক বছর পিছিয়ে পড়ে। বাধা বিপত্তি পেরিয়ে টেণ্ডার হওয়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চারতলা এই ভবনের কাজ চার বছরের বেশী সময় ধরে থমকে আছে। যায়যায়দিন সংবাদ প্রকাশের পরে ভবনের কাজ পুনরায় শুরু হয়েছে।
যাযাদি/ এস