উজিরপুরে বশতঘর ও দোকানপাট দখল চেষ্টার অভিযোগে মামলা

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১১ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭

বরিশাল অফিস

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ভবানীপুর গ্রামে বাউন্ডারি দেয়াল ভেংগে বশতঘর ও দোকানপাট দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ভুক্তভুগিরা বুধবার (৬ ডিসেম্বর) বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলা নং-৫৭৬/২০২৩।

মামলা সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের মৃত ইউসুফ আলী মল্লিকের ছেলে আরিফুল ইসলাম মল্লিক দীঘদিন যাবৎ ৫ শতক জমির উপর বশতঘর ও দোকানপাট নির্মান করে ভোগ দখল করে আসছেন। 

গত ১ জানুয়ারী সকালে প্রতিবেশী শাহাদাত হোসেন, নমিতা রানী মিত্র, মোঃ সোলায়মান, সর্মিলা দত্ত গুপ্ত, মিজান গাজী ও তরিকুল ইসলাম তাদের সহযোগীদের নিয়ে আরিফুলের সিমানা প্রাচীর ভেংগে বাড়ি-ঘর ও দোকানপাট দখলের চেষ্টা চালায়। এসময় তারা দোকান ঘর ভাংচুর করে। বাঁধা দিলে আরিফুল ও তার পরিবারের লোকজনকে মারধর ও অন্যান্য ক্ষতির হুমকি দেয় হামলাকারীরা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ আরিফুল ইসলাম বাদী হয়ে বুধবার (৬ ডিসেম্বর) বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নতুন ভুমি সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে উজিরপুর থানাকে এজাহার হিসেবে রুজু করার নির্দেশ দেন। 

যাযাদি/ এস