চুয়াডাঙ্গায় মাঝারি বৃষ্টিপাত; শনিবার থেকে নামবে শীত
প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯
চুয়াডাঙ্গায় বুধবার দিনগত রাত থেকে মাঝারি বৃষ্টিপাত শুরি হয়েছে। আজ বৃহ¯পতিবার এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামীকাল শুক্রবার আংশিক মেঘলা থাকতে পারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আগামী শনিবার থেকে আবহাওয়া ভালো থাকতে পারে- এ তথ্য নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্বেক্ষনাগার।
আবহাওয়া পর্যবেক্ষনাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় ১৫.৬ মিলিমিটার বৃষ্টিরপাত রেকর্ড করা হয়েছে। আজ বৃহ¯পতিবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.০ ডিগ্রি সেলসিয়াস। ঘুর্নিঝড় মেগজাউমের প্রভাবে এ ধরনের আবহাওয়া বিরাজ করছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।
যাযাদি/ এস