ফরিদপুরে ৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৮

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলায় ৩ লাখ ৪ হাজার ৭শ ১০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী সমগ্র জেলাজুড়ে ১হাজার ৯শ ৪৫ টি কেন্দ্রে এ ক্যাম্পেইন চলবে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সদর হাসপাতালের কনফারেন্স রুমে অবহিতকরন সভায় এতথ্য জানানো হয়।

সভায় সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন জেলার ১হাজার ৯শ ৪৫টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৬শ ৫৭ জন শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ৬২হাজার ৫৩ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরো জানান, ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের ৯শ ৭৫ জন মাঠকর্মী এবং ২হাজার ৯শ ১৫ জন স্বেচ্ছাসেবী অংশ নিবেন। এছাড়া ৯টি তদারকি টিম ও ৩শ ৭০ জন সুপারভাইজার ক্যাম্পেইন সফল করতে কাজ করবেন।

যাযাদি/ এস