দামুড়হুদায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত
প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৩, ১৪:৩১

দামুড়হুদায় ভ্যান মাইক্রো মুখোমুখি সংঘর্ষে হারেজ নামে এক বৃদ্ধ মারাগেছে। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের উজিরপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক উপজেলার বিষ্ণপুর গ্রামের।
পরিবার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, হারেজ আলী বিষ্ণপুর গ্রাম থেকে উজিরপুর প্রধান সড়ক মাদ্রাসার নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রো ভ্যানের সামনে ধাক্কা দিলে ভ্যান চালক হারেজ আলী গুরুতর আহত হয়ে সড়কের উপর ছিটকে পড়ে।
এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, মাইক্রোসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের কেহ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
যাযাদি/ এস