ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ্য বালূ বহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৩, ১৬:০৫

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধ্য বালু উত্তোলন ও বহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে, ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ু নির্বাহী ম্যাজিস্ট্রেড মীর মোঃ আল কামাহ তমাল।

বুধবার বিকালে উপজেলার রাজারামপুর বেলতলি এলাকায় এ ভ্রাম্যমান আদালতের অভিযান চালানা তিনি। এ সময় সহকারী কমিশনার ডূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী উপস্থিত ছিলেন।

জরিমানার দন্ডপ্রাপ্ত হলেন অবৈধ্যবালু বহনকারী টলির চালক উপজেলার সেন্দুরহাটা গ্রামের নাজু মিয়ার ছেলে মিলন (৩০)।

উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল বলেন অবৈধ্য ভাবে বালু উত্তোলন ও বহনের দায়ে ২০১০ সালের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ জরিমানা করা হয়। এর পূর্বে গত ২৮ নভেম্ববর একই আইনে বারাইপাড়া গ্রামের বাবলু মিয়া এক লাখ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার বলেন অবৈধ্য বালু উত্তোলন ও বহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে ও চলবে।


যাযাদি/এসএস