সিলেটে ৩৪ কেজি স্বর্ণ-জব্দ, আটক ৪
প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২৩, ১৬:১৩
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইট থেকে ৩৪ কেজি ৩৫১ গ্রাম স্বর্ণ জব্দ করছে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই। যার মূল্য ৩৪ কোটি টাকা। এগুলোর মধ্যে রয়েছে ২৮০টি স্বর্ণের বার ও ৬টি সোনার ডিম। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল পৌনে ৯টায় দুবাই থেকে আসা বিজি ২৪৮ বিমানে সোনার চালান আছে- এমন তথ্যের ভিত্তিতে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই সদস্যরা যৌথভাবে বিমানে তল্লাশি করেন। এ সময় বিভিন্ন আসনের নিচে এবং বিমানের ফ্লোর থেকে স্বর্ণের বার ও সোনার ডিম উদ্ধার করেন। এ ঘটনায় ঢাকার ২ যাত্রী ও সিলেটের দুই যাত্রী কাস্টমস হেফাজতে আছে।
যাযাদি/ এসএম