কাজিপুরে  যমুনায় অবৈধ মাছ শ্বীকারে মৎস্য সম্পদ ঝুঁকিতে

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০২৩, ১৪:০২

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

আধুনিক নানাবিদ অবৈধ পদ্ধতিতে  যমুনায়  মাছ ধরার কারণে  মৎস্য  সম্পদ ব্যপক ঝুঁকিতে রয়েছে। প্রকৃত মৎস্যজীবিরা  সুবিধাবাদী হাইব্রিড জেলেদের হাত থেকে মৎস্য সম্পদ রক্ষায় জেলা মৎস্য কর্মকর্তার সুদৃষ্টি চেয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে নদীতে পানি কমে যাওয়ায় তথাকথিত জেলে নামধারী সুবিধাবাদী লোকজন  নদীর মধ্যে স্থানীয়নামে পরিচিত  কাঠাদিয়ে বেড়া সৃষ্টি করে  ঐ সমস্থ  স্থানে  বীষ প্রয়োগ করে মাছ স্বীকার করছে। এতে করে বড় মাছের পাশাপাশি বিপুল পরিমান বিভিন্ন প্রজাতির  ছোট মাছ মরে  পচে নষ্ট হয়ে যাচ্ছে।  

এঘটনায়  মাছের ক্ষতির পাশাপাশি  মা,মাছের প্রজননের ব্যঘাত  সৃষ্টি ও  পরিবেশের ঝুঁকি বাড়ছে।এছাড়া অবৈধ চায়নাদুয়ারিজাল, কারেন্ট জাল, ব্যটারীর সাহায্যে বিদ্যৎতায়ীতকরা সহ  অতিসম্প্রতি গুলিজাল ব্যবহার করে মাছ ধরায় মাছের বংশ নিধনসহ  বিপুল পরিমান ছোট মাছ বড় হওয়ার আগেই মরে পচে যাচ্ছে। এবিষয়ে স্থানীয় মৎস্য কর্মকর্তা হাসান মাহামুদুল হক  জানান বিষয়গুলি আমাদের নজরেও  এসেছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাযাদি/ এস