নোয়াখালী-২ আসনে আ.লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:০৯

নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ী) আসনের সেনবাগে আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধায় উপজেলার নবীপুর ইউনিয়নের আইচেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শুক্রবার বিকালে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুঁইয়া মানিকের পথ সভায় ছিল আইচের টেক এলাকায়। পথ সভা শেষে সন্ধ্যার পরে আতাউর রহমান ভুঁইয়া মানিকের নেতৃত্বে মিছিল বের হয়। একই সময় নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমের পুত্র সাইফুল আলম দিপুর নেতৃত্বে পাল্টা মিছিল বের করা হয়। এ সময় সেই মিছিল থেকে বিকট শব্দে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুঁইয়া মানিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করায় নিন্দা জানান তিনি।
তিনি বলেন, একজন এমপি পুত্রের নেতৃত্বে করা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটনা খুবই দুঃখজনক। নিজেদের পায়ের নিচে মাটি না থাকায় সন্ত্রাসের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করতে চায়। কিন্তু জনগণ তা হতে দেবেনা। তিনি এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি করেন।
এ বিষয়ে কথা বলতে সাইফুল আলম দিপুর মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষযে কিছুই জানেন না বলে জানান সেনবাগ থানার ওসি নাজিম উদ্দীন।
যাযাদি/ এসএম