ভৈরবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ও বই উৎসব উদ্বোধন
প্রকাশ | ০১ জানুয়ারি ২০২৪, ১৬:৫৫

আজ সোমবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্য বই বিতরণ ও বই উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজসকাল সাড়ে ১০ টায় ভৈরব উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিশুকুঞ্জে উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম গোলাম মুর্শেদ খান প্রধান অতিথি হয়ে শিক্ষার্থীদের মধ্যে এই বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা শিক্ষা (অফিসার মাধ্যমিক) এম. আবু. ওবায়দা আলী প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছর ভৈরবের ১শ’৭৫টি সরকারী-বেসরকারী, এনজিও পরিচালিত ও কিন্ডার গার্টেন এবং ৪৭ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রায় ৭০ হাজার শিক্ষার্থীর মাঝে৭ লাখ বই বিনামূল্যে বিতরণ করা হয়।
যাযাদি ডেস্ক