গলাচিপা বই বিতরণ উৎসব 

প্রকাশ | ০১ জানুয়ারি ২০২৪, ১৭:৫৯

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

"শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ"। এই প্রতিপাদ্যকে সামনে রেখে "বেইজ বিল্ড ডিজিটাল একাডেমিতে" বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১০টায় বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির প্রধান শিক্ষক মোঃ রেদওয়ান করিম তালালের সভাপতিত্বে ও সিনিয়র সহকারি শিক্ষক  লুৎফর রহমান আওলাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা: আব্দুল মান্নান এক্সকিউটিভ ডিরেক্টর  মাতওয়াইল মা ও শিশু হাসপাতাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো.নাছিম রেজা, কৃষি কর্মকর্তা আরজু আক্তার, সাবেক প্রধান শিক্ষক বেইজ বিল্ড ডিজিটাল একাডেমি আবুল কালাম আজাদ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, বাংলাদেশ-তুরস্ক  ফ্রেন্ডশিপ স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ সাইফুল ইসলাম, বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির পরিচালক মোঃ রিয়াদ হোসাইন, কাওসার নাঈম রেজা শুভ্র, মোঃ মেহেদী হোসাইন, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারি প্রধান শিক্ষক মেহেদী হাসান সুমন,সহকারী শিক্ষক সোনালী আক্তার সহ  স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ। 

এছাড়াও জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম