সন্দ্বীপে গভীর রাতে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর

প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৪, ১৪:৪৭

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নে নৌকার নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ভাঙচুরের সময় ফাঁকা গুলির শব্দ শোনা যায়। 

গত রবিবার  আনুমানিক রাত ১টার সময় মাইটভাঙ্গা ইউনিয়ন ৪নং ওয়ার্ড করিমের গো এলাকায় এ ঘটনা ঘটে। 

নৌকা প্রতীকের অফিসের দায়িত্ব থাকা মোঃ হাসান বলেন, 'আমরা ঘটনাস্থলের পাশের পুকুর পাড়ে বসে ছিলাম। সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে এসে তাঁদের অফিস ভাংচুর করা হয়। চেয়ার টেবিল ভাংচুর করা। ফাঁকা গুলি করা হয়।'

না যায়, বরিবার রাতে পুলিশের এস আই আব্দুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেন। 

সন্দ্বীপ থানার এস আই আব্দুল হালিম বলেন, 'আমি রাতে ঘটনাস্থলে গিয়েছি। পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। আমি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। ভাঙচুরের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।'

যাযাদি/ এস