৭ জানুয়ারি ভোট বিপ্লবে অংশ নিয়ে তাদের বয়কট করবে : আলাউদ্দিন চৌধুরী নাসিম
প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২৪, ১১:৩২

ফেনী-১ (পরশুরাম,ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, একটি দল সবসময় গণবিরোধী সিদ্ধান্ত নেয়। এবার তারা ভোট বর্জন করছে, ৭ জানুয়ারি ভোট বিপ্লবে অংশ নিয়ে জনগণ তাদেরকে বয়কট করবে ।
বুধবার(৩ জানুয়ারি) ছাগলনাইয়া উপজেলায় অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তারা স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী, দেশ বিরোধী এজন্য নির্বাচন বানচালের চেষ্টা করছেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের মতো স্মার্ট ফেনী গড়ে তুলব ইনশাআল্লাহ।
আলাউদ্দিন নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। কেউ কাউকে বাধা দিবে না।
এর আগে সকালে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন আলাউদ্দিন চৌধুরী নাসিম।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ'লীগের সহ সভাপতি খায়রুল বশর মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোঃ মোস্তফা, উপজেলা আ'লীগ সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আ'লীগ সভাপতি আবদুল আলিম, সাধারণ সম্পাদক হারুন মজুমদার প্রমুখ।
যাযাদি/ এস