রামগতিতে ভোট গ্রহন চলছে শান্তি পূর্ণ ভাবে 

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৪, ১৬:২৩

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট এখন প্রর্যান্ত শান্তি পূর্ণ ভাবে চলছে।বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় কোন কেন্দ্রেই  প্রার্থীরদের পক্ষে কর্মি সমর্থকরা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করছেন না। ভোটাররা নির্বিগ্নে কেন্দ্রে এসে ভোট দিয়ে যাচ্ছেন। যদিও এখন প্রর্যন্ত কোন কেন্দ্রেই ভোটারদের ভোটের লাইন পড়তে দেখা যায় নি। 

বেলা পৌনে দুইটায় চর সেকান্দর সফিক একাডেমি রামগতি ৬২ নম্বর কেন্দ্রে মোট ভোট পড়ে ৭১০টি ভোট, ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা পুরুষ মহিলা মিলে ২৬০৮ জন, এতে ভোটের হার দাড়ায় ২৭% ভোট । 

এখানে নৌকা প্রতিকে প্রার্থী হয়ে ভোটে লড়ছেন মহাজোটের প্রার্থী জাসদ ইনুর দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতিক নিয়ে লড়ছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রামগতি কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আবদুল্যাহ।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতিক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম, মুলত এ তিনজনের মধ্যেই প্রতিদ্বন্ধিতা হবে, তবে মুল জয় পরাজয় হবে নৌকা এবং ঈগল প্রতিকের সঙ্গে। 

বেলা একটার দিকে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মো আবদুল্যার সাথে বললে তিনি জানান এখন প্রর্যন্ত ভোটের পরিবেশ বেশ ভালো তবে গুজব থাকলেও কেন্দ্র দখলের সম্ভাবনা কম। এভাবে চললতে থাকলে তার জয়ের সম্ভাবনা শতভাগ। অপর স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের শামীম তিনিও ভোটের পরিবেশ ভালো বলে দাবী করেন, তারও জয়ের সম্ভাবনার কথা তিনি জানান। 

এ আসনে আরো দুই জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদের কর্মি ও সমর্থকের সংখ্যা কম হওয়ায় এবং অনেক কেন্দ্রে পুলিং এজেন্ট দিতে পারেননি ফলে তাদের জয়ের সম্ভাবনা নেই। 

যাযাদি/ এম