সিরাজগঞ্জে নিখোঁজের চার দিন পর মাটিতে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২৪, ১৫:৩৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে নিখোঁজের চার দিন পর মাটিতে পুঁতে রাখা  ফেরদৌস (১৭) নামে এক নাইট গার্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা-নগরবাড়ি মহাসড়কের  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়ুদহ ইউনিয়নের আর.কে টেক্সটাইল মিলের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফেরদৌস শাহজাদপুর উপজেলার গাড়ুদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো: কামরুজ্জামান বলেন, নিহত ফেরদৌস আর.কে টেক্সটাইল মিলের নাইট গার্ড হিসেবে চাকুরী করতেন। প্রতিদিনের মতো গত ৫ জানুয়ারী (শুক্রবার) ডিউটি করতে যায় ফেরদৌস। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।  

এবিষয়ে পরিবারের পক্ষ থেকে শাহজাদপুর থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে গোপন সংবাদের মাধ্যমে জানাযায় ফেরদৌসকে হত্যা করে লাশ আর.কে টেক্সটাইল মিলের ভিতরে মাটির নিচে পুতে রাখা হয়েছে। পরে সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত  পরে জানানো হবে।

যাযাদি/ িএসএম