ঠাকুরগাঁও‘র সাবেক এমপি-জেড মর্তুজা চৌধুরী তুলা কারাগার থেকে মুক্তি

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৪, ১৯:২০

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সংঘর্ষের ঘটনায় মিথ‍্যা মামলায় ৭৪ দিন কারাভোগের পর আজ শনিবার কাসিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, ঢাকা কলেজের সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা।

আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের পতনসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ সকল বিরোধীয় রাজনৈতিক দলের গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ কালে গত ১ নভেম্বর রাজনৈতিক মিথ্যা মামলায় ঢাকায় গ্রেফতার হয়।

কাশিমপুরস্থ কারাগারে কারারুদ্ধ থাকাকালীন  গত ৩ জানুয়ারি মহামান্য হাইকোর্ট থেকে তিনি জামিন পান।

তিনি ৭ জানুয়ারী "ডামি নির্বাচন" স্বতস্ফুর্তভাবে প্রত্যাখান করায় ঠাকুরগাঁও জেলাবাসীকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র মাননীয় মহাসচিব সংগ্রামী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তি কামনা করেছেন।

যাযাদি/ এম