ভ্রাম্যমান আদালতে ইট ভাটাকে ৫০ হাজার জরিমানা 

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২৪, ১৫:৫০

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানে সমগ্র থানচি উপজেলা অভ্যন্তরীণ সড়ক, গ্রামীণ অবকাঠামোগত বিভিন্ন রাস্তার ঘাট, দোকান পাট, ঘরবাড়ির, প্রধান মন্ত্রীর উপহারের ঘর সহ নানান উপকরণ হিসেবে উপজেলারব্যাপী নানান উন্নয়নমূলক কাজের ব্যবহারের একমাত্র সরবরাহকারী হিসেবে পরিচিত (এসবিএম) নামে ইট ভাটাকে ভ্রম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার( ১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টা  বান্দরবান জেলার থানচি  উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সেটু কুমার বড়ুয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে (এসবিএম) নামীয় ইট ভাটা সহকারী ম্যানেজার মো: আবুল জব্বারকে এ জড়িমানা করা হয়। 

উপজেলা প্রশাসনিক সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ০৬ ধারা লঙ্ঘন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যাযাদি/ এসএম