টঙ্গীতে কেন্দ্র কমিটির মূল্যায়ন সভা

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২৪, ১৬:৩৮

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি

টঙ্গীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নং ওয়ার্ডের সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ কেন্দ্র কমিটি প্রচেষ্টায় ঐ কেন্দ্রে নৌকা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করায় কেন্দ্র কমিটির সদস্যদের মূল্যায়ন সভা গতকাল সোমবার টঙ্গীর সৈলার গাথি এলাকায আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ কেন্দ্র কমিটির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ শওকত কামাল নিয়াজের পরিচালনায় কেন্দ্র কমিটির মূল্যায়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু, গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি, ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, টঙ্গী পূর্ব থানা কৃষক লীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল, কেন্দ্র কমিটি সদস্য মোঃ খোকন শেখ, মোঃ আলী হোসেন, মোঃ রফিকুল ইসলাম, কামাল হোসেন, হক কোম্পানি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলাম, গাউস আহম্মেদ, যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান রিংকু, সিআরএস শ্রমিক কর্মচারী ইউনিয়নের  সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, মোঃ ডালিম, মাসুদ রানা, কদর আলী,মোঃ আজাদ, অপু,সজল প্রমুখ। মূল্যায়ন সভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি বলেন সকল কেন্দ্র কমিটির অক্লান্ত পরিশ্রমের পলে গাজীপুর -২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রাথী যুব ও ক্রিড়া প্রতি মন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বিপুল ভোটের ব্যবধানে বিজয় হয়েছে। এ বিজয় অবশ্যই প্রশংসার দাবিদার,এটা শুধু নৌকার প্রাথী জাহিদ আহসান রাসেল এমপি বিজয় না,সকল গাজীপুর -২ আসনের জনগণের বিজয়, আওয়ামী লীগের বিজয়, সত্যের বিজয়, সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ কেন্দ্র কমিটি সকল সদস্যর বিজয়। এ সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করায় এই কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকার  প্রার্থী আপনাদের সন্তান বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেছে। সত্যিই আপনারা প্রশংসার দাবিদার, আপনাদের ঋণ শোধ করার মত নয়, বিশেষ করে আপনাদের কথা আমি আজীবন মনে রাখবো।

 

 

যাযাদি/এসএস