শাল্লায় ওসির আহ্বানে অপরাধ চক্রের শপথ

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৭

সুনামগঞ্জ ( শাল্লা ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা  থানার  ওসির  আহ্বানে  কামারগাঁও গ্রামের  অপরাধ  চক্রের  সদস্যরা  অপরাধ করবেনা  মর্মে  শপথ  গ্রহন  করেছেন ।

পুলিশ  সূত্রে  জানাগেছে  শাল্লা  উপজেলার ৪নং  শাল্লা  ইউনিয়নের   কামারগাঁও  গ্রামটি চোরের  গ্রাম  নামে  পরিচিত  ছিল ।

 বুধবার ওসি  মোহাম্মদ  মিজানুর  রহমানের  উপস্থিতিতে  অপরাধ  চক্রের  লোকজনকে নিয়ে  বিট  পুলিশিং  সভা  অনুষ্ঠিত  হয় ।  সভায়  ওসি  মিজানুর  রহমানের  আহ্বানে চোরের  গ্রাম  খ্যাত  কামারগাঁও  গ্রামের  স্থানীয় লোকজন  তাদের  ভবিষ্যত  প্রজন্মের  দূর্নাম গোছানো  সহ  শিক্ষা ,  ইসলাম  শিক্ষা  ও নৈতিক  শিক্ষা  অর্জনের  লক্ষে  অপরাধ  মূলক কাজ  গরুচুরি ,  মাদক  ব্যবসা ,  জূয়া  খেলা  এ ধরনের  অপরাধ  কর্মকাণ্ড  করবেনা  মর্মে অঙ্গীকারে  শপথ  গ্রহন  করে  প্রতিশ্রুতি  বদ্ধ হন  অপরাধ  চক্রটি ।

এ  সময়  কামারগাঁও  সরকারী  প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান  শিক্ষক ,  জামে  মসজিদের ইমাম ,  ইউপি  সদস্য  নিখিল  চন্দ্র  দাস ,  উত্তম কুমার  দাস  উপস্থিত  ছিলেন ।

 

 

যাযাদি/এসএস