ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না: ইউএনও মাহমুদুর

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৪, ১৭:৩৮

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার বলেন, হাওরাঞ্চলের মানুষ বোরো ফসলের উপর নির্ভরশীল। এই বোরো ফসল যাতে মানুষ নির্বিঘ্নে ঘরে তুলতে পারেন সে ব্যাপারে সরকার জনপ্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় মানুষকেও উদ্যোগী ভূমিকা নিতে হবে।

কৃষকরাই দেশের মূল চালিকাশক্তি কৃষকদের ফসল রক্ষায় সরকার কোটি কোটি টাকা হাওর রক্ষা বাঁধে খরচ করছে। হাওর রক্ষা বাঁধের কাজ করতে পানি উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। আমরা আশাবাদী আপনারা দ্রুত ও সঠিক সময়ে কাজ শেষ করতে পারবেন তবে ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা গণমিলনায়তন হলে উপজেলা প্রশাসন ও পাউবো'র যৌথ আয়োজনে হাওর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তিনি এসব কথা বলেন। পাউবো'র শাখা কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী এটিএম মোনায়েম হোসেন'র পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, জেলা পরিষদ রায়হান মিয়া, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহাসহ উপজেলার সকল প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ।

যাযাদি/ এম