অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ বাজার মূল্য ও মজুদ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৪, ১৯:০০

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

খাদ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অভ্যন্তরীণ আমন (ধান ও চাল) সংগ্রহ বাজার পরিস্থিতি পর্যালোচনা অর্থনৈতিক মজুদসহ অন্যান্য যে সকল কারণে বাজার মূল্য কে প্রভাবিত করে এমন কার্যক্রম সমূহ মোকাবেলার উদ্দেশ্যে তদারকি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

সচিব খাদ্য মন্ত্রণালয়ের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১২:০০ টায় ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষ থেকে  ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন জ আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন  মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);  আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল);  আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি; চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।

 

 

যাযাদি/এসএস