শাহরাস্তিতে ২টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানাসহ সিলগালা
প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:৩৩

চাঁদপুরের শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানাসহ সিলগালা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কালিয়াপাড়া বাজারের গ্রীনভিউ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। একই দিন বিকেলে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারের নিউ ভি আই পি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.নাসির উদ্দীন, মেডিকেল অফিসার ডা.মো.সারোয়ার হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর ফায়াদুলাহ মিয়া, থানার উপপরিদর্শক( এস আই) আতিউর রহমান ও সঙ্গীয় ফোর্স।
যাযাদি/এসএস