রামুতে মুসল্লীর মৃত্যু

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৪, ১৫:১৭

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে এক মুসল্লী মাগরিবের মসজিদে নামাজ আদায় করতে গিয়ে দরজার কাঁচের দরজায় ধাক্কা লেগে মুনসেফ সিকদার নামে একজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৭ জানুযারি) দক্ষিণ মিঠাছড়ি ইউনিযনের ৭ নাম্বার ওযার্ডের ফকিরা মোরা এলাকায এ ঘটনা ঘটে। 

নিহত মুনসেফ সিকদার (২৬) ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

মসজিদের মুসল্লীরা জানান, শনিবার, রামুর মসজিদে মাগরিবের নামাজ জামাতে আদায করার জন্য তাডাহুডা করে প্রবেশের সময কাঁচের দরজার সাথে সজোরে ধাক্কা লাগে তার। এতে মুনসেফ সিকদার তার মাথা ও দেহের বিভিন্ন স্থানে কাচেঁর টুকরায় গুরুতর আহত হয়ে জ্ঞান হারান। এসময় মুমূর্ষ অবস্থায তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়ে জানতে পারি মুনসেফ সিকদার মারা গেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।

যাযাদি/ এসএম