রামগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৪, ১৫:৫২

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকালে কেন্দ্র ঘোষিত কর্মসুচি পালক সময় কালো পতাকা মিছেলে পুলিশে বাধা দেওয়ায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে  পৌর নন্দনপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ করে।

রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চুর সঞ্চালনায় “দেশ বাঁচাও-মানুষ বাঁচাও, দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, নজরুল ইসলাম পিন্টু,তাওহিদ হোসেন মারুফ ভূঁইয়া, জিএস আবুল কাশেম,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আওরঙ্গজেব, যুবদল নেতা কবির হোসেন কানন, টিপু সুলতান ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হাসান প্রমুখ।

যাযাদি/ এম