সাতক্ষীরায় র্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৭

সাতক্ষীরায় ৩৪ হাজার ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শক্রবার রাত আড়াইটার দিকে দেবহাটা থানা এলাকায় অভিযান চালায় র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা তাদেক গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজারের টেকনাফ থানার মজিব উল্লাহ (৩৫) ও চটগ্রামের হালি শহর থানার মোঃ হোসেন (৪৫)।
শুক্রবার সকালে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার এএসপি নাজমুল হক এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, ঘটনার দিন কক্সবাজার থেকে মাদকের একটি বড় চালান সাতক্ষীরায় আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা দেবহাটা থানার পারুলিয়া এলাকায় অবস্থান নেন। এসময় চট্ট মেট্রো ট-১১-০৯৭৫ নাম্বারের একটি ট্রাককে দেখে তাদের সন্দেহ হয়। পরে ট্রাকটি চ্যালেঞ্জ করে র্যাব-৬ এর সদস্যরা তল্লাশি চালিয়ে ট্রাকের সামনের অংশে বিশেষ ব্যবস্থাপনায় কৌশলে লুকিয়ে রাখা ৩৪ হাজার ইয়াবা সহ ওই দুই ব্যক্তিকে আটক করেন তারা। জব্দকৃত ইয়াবার মূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন তিনি।
র্যাব কমান্ডার আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
যাযাদি/ এসএম