ধামইরহাট চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়ে এসএস সি বিদায় সংবর্ধনা ও নবীন বরন

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৮

ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজনের প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, মোঃ আঃ গনি, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ ছাবিহা ইয়াছমিন, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও সাবেক সভাপতি মোঃ তৈমুর রহমান, সমাজসেবক মোঃ আব্দুল মান্নান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, বিদায়ী ও নতুন ছাত্র ছাত্রী প্রমুখ।

প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী জানান, চলতি ২০২৪ সালে ১৫০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। 

যাযাদি/ এস