দেবিদ্বারে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৪

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

" বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি " এই শ্লোগান'কে ধারন করে মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া মোহাম্মদ আব্দুল  মজিদ  উচ্চ বিদ্যালয়ের অন্ত:  স্কুল বিজ্ঞান অলিম্পিয়াড,  কুইজ ও বিজ্ঞান  মেলা- ২০২৪ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ'র সভাপতিত্বে এবং সহকারী ইংরেজি শিক্ষক মোঃ সালাউদ্দিন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মাসুদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল  আলম তালুকদার, দেবিদ্বার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ  মাঈনুউদ্দিন, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন দুলাল, ৭ নং ওয়াডের মেম্বার মোঃ আমির হোসেন, অএ বিদ্যালয়ের দাতা সদস্য  মোঃ নজরুল ইসলাম  মাস্টার, অভিভাবক সদস্য মোঃ লোকমান হোসেন,  মোঃ  আবুল  খায়ের, মোঃ  জসিম উদ্দিন,  মোসা: সাবিনা ইয়াসমিন  সহ আরো অনেকে। মেলায় বিভিন্ন ক্লাসের শিক্ষাথীরা  বিভিন্ন প্রকল্প নিয়ে ১২ স্টল বসে।

যাযাদি/ এম