কালকিনিতে সড়ক দূর্ঘনায় চালকসহ আহত ১৫

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৩

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে ঢাকা- বরিশাল মহাসড়কে লোকাল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় আহত ১৫।

 আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর ঢাকা বরিশাল মহাসড়কের ভূরঘাটা ও গোপালপুরের কুন্ডুবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের একজন বাদে সকলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে কালকিনি উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে ঢাকা- বরিশাল মহাসড়কে মায়ের দোয়া লোকাল পরিবহন ছেড়ে মাদারীপুরের উদ্দেশ্য রওনা দিয়ে কিছু দুর যাওয়া পরই  পরিবহনের নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণ গোপালপুর এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে পরিবহন চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। 

আহতের মধ্যে তৌহিদুল ইসলাম(৩৫) শুশান্ত, মনোয়ারা (৪০) একা (২৭), তৌহিদুর (৫), অন্তরা (২৫), সফিক (২৬), পরিবহন চালক সোবাহান (৫০),মন্নান বেপারী(৮০)। এছাড়া অনেকের পরিচয় নিশ্চিত করা যায়নি। 

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জম্মাদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা ঘটনার সংবাদ জেনে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করেছি। আমরা ঘটনাস্থলে পৌছানোর আগের অনেকেই স্থানীয়দের মাধ্যমে উদ্বার করা হয়েছে।
   
যাযাদি/ এম