কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন হ্রাস

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪০

রাজস্থলী/কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই হ্রদের পানি হ্রাসপেয়ে বিদ্যুৎ উৎপাদন   বিপর্যয় দেখা দিয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র( বিউবো),৫টি ইউনিটের মধ্যে একটি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বৃহস্পতিবার(৮ফেব্রুয়ারি) কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক এ.টি এম আব্দুজ্জাহের পূূর্বকোণকে  জানান,কাপ্তাই হ্রদের পানি দ্রুত হ্রাস পাচ্ছে। যার ফলে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। পানি হ্রাস পাওয়ার ফলে ২নং ইউনিট চালু রাখা হয়েছে। 

উক্ত ইউনিট হতে ৪৬মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন  হয়েছে।অন্য ৪টি ইউনিট পানি কম থাকায় বন্ধ রাখা হয়েছে বলে জানান। ব্যবস্থাপক আরোও জানান বর্তমানে পানি থাকার কথা  ৯৬ ফিট এম.এস. এল।কিন্ত তা হ্রাস পেয়ে পানি আছে ৮৫.৫৪ ফিট এম. এস. এল। 

উল্লেখ্য ৫টি ইউনিট হতে ২৩০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। 

যাযাদি/ এস