বাঁশখালীর নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০'টা থেকে বিকেল ৪'টা পর্যন্ত বিদ্যালয়ের মাঠে এ বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সংবর্ধনা অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্মার্ট জিন্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক আলহাজ্ব আজিজুর রহমান।
এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু প্রকাশ কান্তি দাশের সঞ্চালনায়, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিলকূপ বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, বাবু দীলিপ কুমার দে, গোলাম মোস্তফা, কচির উদ্দিন, আব্দুল হাই, জাবের হোছাইন, বেলাল সিকদার, মুরিদ আলম মেম্বার, রাজীব গুহ প্রমুখ।'
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান বলেন, ‘এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় ভালো ফলাফল করেন। এই বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী বিসিএস ক্যাডার থেকে শুরু করে বড় বড় অফিসার হয়েছেন। তাই ভালো ফলাফল অর্জন করে এই বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। মনে রাখবে তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।'
উল্লেখ্য: নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের ২৩৪ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিবেন।' এছাড়াও এসএসসি পরীক্ষার ফলাফল ও সাফল্যের দিক দিয়ে প্রতি বছরই উপজেলার শীর্ষে থাকে এই বিদ্যালয়।'
যাযাদি/ এসএম