ফেনী জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৬

ফেনী প্রতিনিধি

ফেনী জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা পদে  হয়েছেন নিযুক্ত হয়েছেন নাহিদা আক্তার তানিয়া।জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শনিবার (১০ ফেব্রুয়ারী) ফেনী জেলা পরিষদের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেন,নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া বাংলাদেশ রাবার বোর্ডের উপসচিব পদে কর্মরত ছিলেন।

এছাড়া ইতিপূর্বে তিনি ফেনী জেলার দাগনভূইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদেও কর্মরত ছিলেন। রাঙ্গামাটি জেলার বাসিন্দা নাহিদা আক্তার তানিয়া ৩৩তম বিসিএসের মাধ্যমে চাকুরীজীবন শুরু করেন।

অপরদিকে ফেনী জেলা পরিষদের সদ্য বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা আজগর আলীকে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের উপ-সচিব হিসাবে বদলী করা হয়েছে।

 

 

যাযাদি/এসএস