শ্যামনগরে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৬

সাতক্ষীরা প্রতিনিধি

নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে দাতিনাখালিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া)-এর আওতায় শ্যামগরের লিডার্স এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। 

“শতকোটি রুখে দাঁড়াও নারী নির্যাতনের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে রোববর সকালে (১১ ফেব্রুয়ারি) বুড়িগোয়ালিনীর দাতিনাখালিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরিচালনা করেন লিডার্স এর ক্রিয়া প্রকল্পের প্রোজেক্ট কোঅর্ডিনেটর আরিফুর রহমান এবং প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা। 

নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে উপকূলের শত শত নারী-পুরুষ হাতে হাত রেখে বিভিন্ন স্লোগানে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে প্রতিবাদ জানান। এ সময় মানববন্ধনে উপকূলবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবিয়ার সরদার, স্থানীয় আছিয়া আক্তার প্রমূখ। 

বক্তরা বলেন, নারী নির্যাতন ও শিশুর প্রতি নির্যাতন বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। এজন্য নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই। সরকার ও বেসরকারি সংস্থার পাশাপাশি জনগনকে সচেতন হতে হবে তবেই এগুলো বন্ধ হওয়া সম্ভব।

যাযাদি/ এম