আড়াইহাজারে বিদায় অনুষ্ঠান থেকে ফেরার পথে বাইক দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ২

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৫

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান থেকে ফেরার পথে জিসান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী মোটর সাইকেল দূর্ঘটনায় মারা গেছে। আহত হয়েছে তার সাথের আরো দুইজন আরোহী। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী ও টোকসাদী সড়কের তেমাথার মোড়ে। নিহত জিসান গোপালদী পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হকসাবের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্কুলে এসএসসি পরীক্ষার্থী জিসান তার দুই বন্ধুকে সাথে নিয়ে সদাসদী বহুমুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ীতে যাচ্ছিল।  পথে উল্লেখিত তেমাথার মোড়ে এসে একটি অটোরিকশা ও একটি ট্রাকের সাথে তাদের মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ৩ হোন্ডারোহী গুরুতর আহত হলে তাদেরকে নিকটস্থ একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার জিসানকে মৃত ঘোষণা করেন। বাকী দুজনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।


যাযাদি/এসএস